প্রতিষ্ঠানের ইতিহাস

অত্র এলাকায় সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্ম গ্রহনকারী মরহুম আলহাজ্ব মোঃ মকসুদুর রহমান ও মরহুমা আলহাজ্ব মরিয়ম বেগম। উনাদের বংশ মর্যাদায়, আচার-আচরণে, ধর্মভীরুতায়, দানশীলতায় ও সামাজিক রীতিনীতিতে শিক্ষায় এ জনপদে অতুলনীয় সম্মানিত ব্যক্তি হিসেবে… উনাদের ই বড় সন্তান আলহাজ্ব মোঃ ফয়েজ কবির অত্র এলাকায় শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে ২০০০ সালে আনোয়ারা কবির আদর্শ উচ্চ বিদ্যালয় স্থাপন করেন।

আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ২ছেলে ও ২মেয়ে দান করেছেন। বড় ছেলে ড. এস.এম আকরামুল কবির, আন্তর্জাতিক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন হতে ইংরেজি ভাষা তত্ত্বের উপর ডক্টরেট ডিগ্রি ও পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ করে বতর্মানে দি ইউনিভার্সিটি অব কেন্টাবেরী নিউজিল্যান্ডে প্রফেসর হিসেবে কমর্রত আছেন। বড় মেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশের উপরসমগ্র বাংলাদেশে মাস্টার্সে ২য় স্থান লাভ করেন। ছোট ছেলে এস.এম মনসুরুল কবির লন্ডন দি ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে এমবিএ ডিগ্রি লাভ করে। ছোট মেয়ে দি ইউনিভার্সিটি অব ক্যানবেরা হতে ফার্মাসীতে ১ম শ্রেণিতে মাস্টার ডিগ্রি লাভ করেন।

এলাকার সকলের সহযোগিতায় ১৯৯৭ সালে অষ্টগ্রাম ঈদগাহ ও ঐতিহ্যবাহী বখ্শগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও ফটক নির্মাণ করেন। তার নিজস্ব প্রচেষ্টায় বখ্শগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষা কেন্দ্র অনুমোদন করিয়ে দেওয়া হয়।

আল্লাহর রহমতে তিনি অনেক মসজিদ ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই ধর্মানুরাগী পরিবারটি পারিবারিকভাবে ও যুগোপযোগী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অত্র এলাকায় আনোয়ারা কবির আদর্শ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি ভবিষ্যতে অত্র এলাকায় একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠার ইচ্ছে প্রকাশ করেন।